পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ ছাত্র নিহত

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪০  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪০


পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ ছাত্র নিহত

সারাদেশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজন ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর রোড়ের বাসুপাড়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থী মহব্বত আলী (২৪) ও সাঈদ হোসেন।

নিহত মহব্বত আলী তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। অপর নিহত সাঈদ হোসেন সে রাজশাহীর একটি কলেজে অনার্সের ছাত্র। সে একই গ্রামের জেকের আলীর ছেলে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

প্রত্যক্ষদর্শী জিমি মণ্ডল জানান, মহব্বত আলী ও তার সঙ্গী জাফর একটি মোটরসাইকেলে করে তাহেরপুরের দিকে যাচ্ছিল। সেসময় বিপরীত দিক থেকে আসা ভাই ভাই স্পেশাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলেসেখানেই দুইজন নিহত হয়।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, মেডিকেল কলেজের ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। ঘটনানাটি খুব দুঃখজনক।

পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনসার আলী জানান, নিহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।

বিবার্তা/সোহানুর/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত