পেঁয়াজের দাম আরও কমে কেজি ১৫ টাকা হলো

| আপডেট :  ১৭ মার্চ ২০২২, ১১:৩৪  | প্রকাশিত :  ১৭ মার্চ ২০২২, ১১:৩৪

দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম জানান, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে তবে তেল, চিনি, আটা এবং চালের বাজারে কোনও স্বস্তি ফিরেনি। প্রতিদিন কোনও না কোনও পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, আজ থেকে হিলি স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। যার জন্য আমদানিকারকরা বেশি করে পেঁয়াজ আমদানি করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে বুধবার স্থলবন্দর দিয়ে ভারতীয় ৭৭ ট্রাকে ২ হাজার ১৭৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত