প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

| আপডেট :  ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১০  | প্রকাশিত :  ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১০


প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা।শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

১১ জানুয়ারি,  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী- প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। নতুন সরকার গঠনে ইতোমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। ২৫ জন পূর্ণ মন্ত্রী আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত