প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২


প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নরসিংদী প্রতিনিধি


নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার এর অপসারণের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ২৮ জানুয়ারি, রবিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে স্কুলের শিক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান নেন। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) একই দাবিতে শিক্ষার্থীরা বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে।

বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মৌরি আক্তার অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে আমাদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের কথা ছিল। এর জন্য আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক চাঁদা নেন। কিন্তু তিনি চাঁদা নিয়েও বিদায় অনুষ্ঠান করেননি। এমনকি প্রথমে আমাদের বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতেও দেননি। তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে বিদ্যালয়ের হলরুমে নিয়ে গিয়ে ৩ জন শিক্ষক দিয়ে ৩ মিনিটের একটি মিলাদ পড়ান।

এসএসসি পরীক্ষার্থী সামিয়া বলেন, আমাদের স্কুলে ৫১ জন শিক্ষক, কিন্তু বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাউকে আসতে দেননি। উনি নিজে অফিস কক্ষে বসে ছিলেন। মাত্র তিন জন শিক্ষককে পাঠিয়েছেন আমাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতে।

৮ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত বলেন, প্রধান শিক্ষক শিউলি আক্তার দুই বছর হয় আমাদের স্কুলে এসেছেন। উনি আসার পরপর বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ডের নামে টাকা তুলে আত্মসাৎ করেন। প্রতিদিন টিফিনে  আমাদেরকে যে খাবার দেয়া হয় তা খুবই নিম্নমানের। এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে আমাদেরকে প্রধান শিক্ষক মানসিক নির্যাতন করেন। আমাদের অনেক সহপাঠীকে বিভিন্ন অজুহাতে স্কুল থেকে বের করে দিয়েছেন।

এব্যাপারে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী আক্তার বলেন, আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠানটি মাঠে করি। কিন্তু প্রচুর খরচ হওয়ার কারণে এবছর আমরা ক্লাস রুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করি। পরে সেখান থেকে আমাদের হলরুমে তাদের নিয়ে আসি। হলরুমে দাঁড়িয়ে মিলাদ মাহফিল শেষ করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলি।

এব্যপারে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিবার্তা/কামাল/রোমেল

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত