প্রাথমিকের শিক্ষক বদলি নিয়ে নতুন খবর

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২১, ০৬:৫২  | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২১, ০৬:৫২

মন্ত্রণালয় অনুমোদন দিলে জানুয়ারি থেকেই শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের সফটওয়্যারও রেডি হয়ে গেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে জানুয়ারি থেকে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

এদিকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, শিক্ষক বদলি একটি রুটিন কাজ। গত দুই বছর ধরে এটি বন্ধ রয়েছে। আগামী বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম করা হতে পারে বলেও জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত