ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

| আপডেট :  ০১ এপ্রিল ২০২৪, ০৪:১৮  | প্রকাশিত :  ০১ এপ্রিল ২০২৪, ০৪:১৮


ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক


দুই সেশন শেষ হওয়ার আগেই বাংলাদেশ অলআউট হয়ে গেলো তৃতীয় দিনে এসে। ৯ উইকেট হারিয়ে ফেললো এই সময়ে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ৫৩১ রানের জবাবে ফলো অনও এড়াতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ১৭৮ রানেই। স্বাগতিকরা অলআউট হওয়ার পরই চা-বিরতির ঘোষণা করা হয়।

এমসিসির ১৪.১.১ আইন অনুযায়ী, ৫ দিনের টেস্টে কোন দলের তুলনায় ২০০ বা তারচেয়ে বেশি লিড পেলেই একটি দল তার প্রতিপক্ষকে ফলো-অনে পাঠাতে পারে। সেই হিসেবে ৫৩১ রান করা শ্রীলঙ্কার বিপক্ষে ফলো-অন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ৩৩১ রান। ৩৫৩ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করেছে বাংলাদেশ। লঙ্কানরা চাইলে বাংলাদেশকে ফলো-অনে পাঠাতে পারে।

সেই হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পরে স্বাগতিকরা। তবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকলেও ফলোঅন করায়নি বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে লঙ্কানরা।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত