ফসলি জমি থেকে মাটি কাটায় ১ ব্যক্তির জেল-জরিমানা

| আপডেট :  ০৫ মে ২০২৪, ০৩:২৮  | প্রকাশিত :  ০৫ মে ২০২৪, ০৩:২৮


ফসলি জমি থেকে মাটি কাটায় ১ ব্যক্তির জেল-জরিমানা

সারাদেশ

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ীর পাংশায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি তোলার দায়ে মো. আ. আজিজ মন্ডল (৫০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ মে) বিকেলে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজেলা মৌজায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল। অভিযানে সহায়তা করেন পাংশা মডেল থানার পুলিশ ফোর্স।

সাজা দেওয়া ব্যক্তি মো. আ. আজিজ মন্ডল বিলজেলা এলাকার মৃত মো. হোসেন আলি মন্ডলের ছেলে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আ. মাসুদুর রহমান রুবেল বলেন, আ. আজিজ মন্ডল বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বিবার্তা/মিঠুন/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত