ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২


ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি

সারাদেশ

ফেনী প্রতিনিধি


ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারি, বুধবার সকালে ফেনী শহরের মিজান রোডস্থ সমিতির কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা  এ র‌্যালিতে অংশ নেয়।

ফেনী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে র‌্যালিটি ফেনী শহরের ট্রাংক রোড, খেজুর চত্বর, জেল রোড, কলেজ রোড ও মিজান রোড প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আবদুল মোতালেব, যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাসেম, আবু নাছের চৌধুরী, রাজীব খগেশ দত্ত, আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল ডা. খান মো. আসাদুল্লা হেল গালিব (অব.) এবং হাসপাতালের কর্মকতার-কর্মচারীবৃন্দ।

বিবার্তা/মনির/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত