ফেনীতে মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২


ফেনীতে মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

সারাদেশ

ফেনী প্রতিনিধি


ফেনীর মাদক বিরোধী সচেতনতা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি, রবিবার সকালে এনজিও স্বপ্ন উন্নয়ন সংস্থার আয়োজনে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সকল ক্ষেত্রে রূপকল্প অনুযায়ী উন্নয়ন করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো উন্নয়নে অংশীদার হয়েছেন। স্বপ্ন উন্নয়নের সংস্থাসহ ফেনীর এনজিওগুলো ফেনীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদকসহ সামাজিক ব্যধিগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সংস্থার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লিয়াকত হোসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ খোন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার।   

আরও বক্তব্য দেন, শহর সমাজকল্যাণ সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, আরমান ইয়ুথ সোসাইটির প্রধান নির্বাহী লিয়াকত আলী আরমান, যুব অঙ্গনের নির্বাহী সচিব জহিরুল ইসলাম, ওপেকের প্রধান নির্বাহী নজরুল ইসলাম, আমরা করবো জয়ের চেয়ারম্যান ডা. আবদুল কাদের সম্রাট প্রমুখ।

সভা শেষে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া স্বপ্ন উন্নয়ন সংস্থার ঋণ নিয়ে সফল হওয়া কয়েকজনকে পুরস্কৃত করা হয়।

এসময় স্বপ্ন উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার সফিউল্লাহ খান, মনিটরিং কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, শাখা ব্যবস্থাক সিরাজুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক জহির আহমদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিবার্তা/মনির/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত