ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

| আপডেট :  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭  | প্রকাশিত :  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭


ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

সারাদেশ

ফেনী প্রতনিধি


ফেনীতে ট্রেনের চাকা খুলে একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

১০ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৫টায় ফেনী রেলষ্টেশন সংলগ্ন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলস্টেশনে প্রবেশের  সময় ৭নং বগির চাকা খুলে বগিটি লাইনচ্যুত হয়।

ফেনী রেলওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, বগি লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনে স্টোপেজ করার কথা ছিল। ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের সময় ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের গতি কম থাকায় তেমন কোনো হতাহত হয়নি। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।

বিবার্তা/মনির/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত