ফেসবুকে পোস্ট দিয়ে এবার বরখাস্ত হলেন প্রাথমিকের প্রধান শিক্ষক

| আপডেট :  ০৬ এপ্রিল ২০২২, ১০:১৭  | প্রকাশিত :  ০৬ এপ্রিল ২০২২, ১০:১৭

আগামী ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান অব্যাহত রাখার সরকারি সিদ্ধান্তের বিপরীতে ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৩০ মার্চ বিভাগীয় উপরিচালক আবুল কালাম আজাদের সই করা অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম তোতা সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে রমজানের ছুটি বহাল রাখা সম্পর্কিত স্ট্যাটাস দিয়েছেন। কোডিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কারণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর গত ২৪ মার্চ পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়। সরকারি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়ে সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম তোতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রমজানের ছুটি বহাল রাখার সম্পর্কিত স্ট্যাটাস দিয়েছেন।’

অফিস আদেশে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন পোস্ট দেওয়ায় তার অসদাচরণের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক পত্র জারির তারিখ থেকে মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত