ফ্রান্সের খেলোয়াড়দের উদ্‌যাপন নিয়ে ওতামেন্দির ক্ষোভপ্রকাশ

| আপডেট :  ০৩ আগস্ট ২০২৪, ১১:৩৭  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২৪, ১১:৩৭


ফ্রান্সের খেলোয়াড়দের উদ্‌যাপন নিয়ে ওতামেন্দির ক্ষোভপ্রকাশ

খেলা

স্পোর্টস ডেস্ক


ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে অলিম্পিকে ছেলেদের ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার বোর্দোয় রাতে ম্যাচ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। যেখানে দুই পক্ষের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদেরও হাতাহাতিতে জড়াতে দেখা যায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উদ্‌যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন।

মূলত এ ঘটনা থেকেই বিরোধের সূত্রপাত। আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক নিকোলাস ওতামেন্দিও ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সামনে এসে ফ্রান্সের খেলোয়াড়েরা উদ্‌যাপন করেছেন, যা তাঁকে ক্ষুব্ধ করেছে।

বিবার্তা/রিন্টু/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত