ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা, সেবা ব্যাহত

| আপডেট :  ২৬ জুলাই ২০২৪, ০৪:২২  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২৪, ০৪:২২


ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা, সেবা ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক


প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে উচ্চগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ এ কথা জানিয়েছে।

এসএনসিএফ’র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে এসএনসিএফ জানিয়েছে, রাতে দ্রুতগতির রেল লাইনের বেশ কয়েকটি ভাঙচুরের শিকার হয়েছে। স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়।

হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে এগুলোর মধ্যে বেশির ভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে।

যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ। তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত