ফ্রান্স-সুইজারল্যান্ড-ইতালিতে ঝড়ে নিহত ৭

| আপডেট :  ০১ জুলাই ২০২৪, ০৪:২২  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৪, ০৪:২২


ফ্রান্স-সুইজারল্যান্ড-ইতালিতে ঝড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক


ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালিতে চলতি সপ্তাহে শক্তিশালী ঝড় এবং ভারি বৃষ্টিপাতে ৭ জন নিহত হয়েছে।

৩০ জুন, রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এফপি এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯) ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় আবে অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৭০ থেকে ৮০ বছর। গাছের নিচে গাড়ি চাপা পড়ে তাদের মৃত্যু ঘটেছে।

এ সময় গাড়িতে থাকা অপর একজন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।

এদিকে সুইজারল্যান্ডে ঝড় ও বৃষ্টিপাতে মারা গেছেন আরও চারজন। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে ইতালির পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে।

গত সপ্তাহে সুইজারল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে একজন প্রাণ হারায় এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

বিবার্তা/সানজিদা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত