বঙ্গভবনের পথে ড. ইউনূস

| আপডেট :  ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩২  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩২


বঙ্গভবনের পথে ড. ইউনূস

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে বঙ্গভবনে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে বঙ্গভবনে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে যাত্রা করেন।

আজ রাত ৯টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস শপথ গ্রহণের পর আরও ১৬ জন উপদেষ্টা শপথ নেবেন।

এর আগে আজ দুপুরে ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফেরেন শান্তিতে এই নোবেলজয়ী। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিনি বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত