বন্যার্তদের একদিনের বেতন দিলেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৪, ১২:০৮  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৪, ১২:০৮


বন্যার্তদের একদিনের বেতন দিলেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

বিবার্তা প্রতিবেদক


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর এবার বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সহায়তার এ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।

২৫ আগস্ট, রবিবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত