বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২৪, ০১:৫৫  | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২৪, ০১:৫৫


বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

খেলা

স্পোর্টস ডেস্ক


বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ।

মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে যান রঙ্গনা হেরাথ। এই লঙ্কানের উত্তরসূরি হিসেবে এতদিন কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এবার নিয়ে আসছে মুশতাক আহমেদকে।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।  

এর আগে স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদ ইংল্যান্ড ও পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপের স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বেও ছিলেন।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত