বাংলাদেশ ব্যাংকের পর্ষদে পরিচালক হলেন আবদুর রহমান খান

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫৫  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫৫


বাংলাদেশ ব্যাংকের পর্ষদে পরিচালক হলেন আবদুর রহমান খান

বিবার্তা প্রতিবেদক


বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পরিবর্তে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বর্তমান সচিব ও এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানকে বাংলাদেশ ব্যাংকের পর্ষদে পরিচালকের শূন্য পদে তিন বছর মেয়াদে বর্তমান পদে থাকা সাপেক্ষে পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

এর আগে, গত ১৪ আগস্ট অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খানকে এনবিআর চেয়ারম্যান করে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে এনবিআর চেয়ারম্যান পদ থেকে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে সরিয়ে দেওয়া হয়।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত