বাইকের তেলের ট্যাংক থেকে ৭ কেজি রুপার গহনা উদ্ধার

| আপডেট :  ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯  | প্রকাশিত :  ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯


বাইকের তেলের ট্যাংক থেকে ৭ কেজি রুপার গহনা উদ্ধার

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৭ কেজি রুপার তৈরি গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

১৬ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

তিনি বলেন, দর্শনা-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মাদকের চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে আমরা দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিই। বেলা ১১টার দিকে এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যেতে দেখলে তার গতিরোধ করি। এ সময় চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন, মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক, সাইড কভার ও সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করি। পরে একটি প্যাকেট খুললে তাতে রুপার গহনা পাওয়া যায়। বাকি প্যাকেট গুলো খুললে মোট ৭ কেজি ৩ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছি। আদালতের মাধ্যমে উদ্ধারকৃত গহনা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামি ধরতে ইতোমধ্যে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।

বিবার্তা/সাঈদ/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত