বাইডেনের একমাত্র মেয়ের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

| আপডেট :  ২৮ জুন ২০২২, ০৬:০৯  | প্রকাশিত :  ২৮ জুন ২০২২, ০৬:০৯

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একমাত্র মেয়ে অ্যাশলে বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

তাছাড়া তার স্ত্রী জিল বাইডেনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রুশ গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের ২৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তালিকায় রয়েছেন বাইডেনের স্ত্রী ড. জিল বাইডেন এবং মেয়ে অ্যাশলে বাইডেন।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে গত এপ্রিল মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভোরোনসোভা এবং ক্যাটরিনা তিকোনোভার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

পুতিনের সাবেক স্ত্রীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয় যেন পুতিনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হয়।

তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের পরিবারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

স্ত্রী ও কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপের অনেক আগেই প্রেসিডেন্ট বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত