বাড়তি ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪০  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪০


বাড়তি ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৬ এপ্রিল, মঙ্গলবার সকালে দীঘিনালা-খাগড়াছড়ি অভ্যন্তরীণ সড়কের জামতলী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

ঘণ্টাব্যাপী চলা অভিযানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা মিলে। পরে বাড়তি ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় তিনজন চালককে ১ হাজার ২ শত টাকা অর্থদণ্ড দেয়ার পাশাপাশি অনেককে সতর্ক করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খাঁন বলেন, টানা ছুটিতে সড়কে যাত্রীর চলাচল বাড়ায় স্বার্থান্বেষী কিছু পরিবহন মালিক-শ্রমিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলো।

এ তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিবার্তা/মামুন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত