বিএনপি-জামায়াত দেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে : মানিক

| আপডেট :  ১৭ জুলাই ২০২৪, ১১:১২  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৪, ১১:১২


বিএনপি-জামায়াত দেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে : মানিক

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, কোটা আন্দোলনকে ইস্যুকে করে বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলন করছে। তারা সরকারের পতন ঘটিয়ে দেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। তথাকথিত কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত শিবির ঢুকে পড়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ‘৭১।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, চট্টগ্রামে যুবদলের এক নেতা মারা গেছে। এতে বুঝা যায় এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে যুবদল, বিএনপি-জামায়াত। চট্টগ্রামে ফার্নিচার দোকানের আরেকজন কর্মচারী মারা গেছে। এতে প্রমাণিত হয় কোটা আন্দোলনে শিক্ষার্থী নেই, ভাড়াটে লোক আছে।

তিনি বলেন, ১৯৭১ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম। ১৯৭৫ সালে খুনী জিয়ার নেতৃত্বে মুসলীম লীগসহ সবাই আবার একত্রে হয়েছিল দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য। খুনী জিয়া হাজার হজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছিল। কুখ্যত রাজাকার গোলাম  আযমকে দেশে ফিরিয়ে এনেছিল। এই অপশক্তি এখনো দেশে সক্রিয়।  

মানিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকার শ্লোগান হয়। কেউ রাজাকার হলে পাকিস্তানে চলে যা। বঙ্গবন্ধুর বাংলায়, রবীন্দ্রনাথ নজরুলের বাংলায়, লালনের বাংলায় রাজাকারদের কোনো স্থান হতে পারে না।

গৌরব ‘৭১ এর সভাপতি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মশিউর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল (বিচ্চু জালাল), বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহানারা আরজু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানভীর শাকিল জয় এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, গৌরব ’৭১ এর সহ সভাপতি হাবিবুর রহমান রোমেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম প্রমুখ।

বিবার্তা/সোহেল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত