বিটিভিতে কোটাবিরোধীদের আগুন, সম্প্রচার বন্ধ

| আপডেট :  ১৮ জুলাই ২০২৪, ০৮:৩২  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৪, ০৮:৩২


বিটিভিতে কোটাবিরোধীদের আগুন, সম্প্রচার বন্ধ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে দেওয়া আগুন ছড়িয়ে পড়ায় সরকারি টিভি স্টেশনটির ট্রান্সমিশন বন্ধ হয়ে গেছে।

১৮ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় এই আগুন লাগার ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর বন্ধ হয় বিটিভির সম্প্রচার।

এর আগে, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বিটিভির গেট ভেঙ্গে শত শত আন্দোলনকারীর প্রবেশ। রিসিপশন ভবনে আগুন দিয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন।’

এর আগে, দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত পুরো সড়ক রয়েছে কোটাবিরোধীদের দখলে। বাঁশ, লোহার রড নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থা নিয়েছেন তারা।

এদিকে ৩ টার দিকে বিটিভির ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা দিলেও কোটাবিরোধীদের অবরোধের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে পারেনি।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত