বিপিএল: উদ্বোধনী ম্যাচেই শরিফুলের হ্যাট্রিক

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪  | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪


বিপিএল: উদ্বোধনী ম্যাচেই শরিফুলের হ্যাট্রিক

খেলা

স্পোর্টস ডেস্ক


দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে দশম আসরের উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক দেখল বিপিএল। টুর্নামেন্টটির ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিকের রেকর্ড।

সপ্তদশ ওভার পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেট পড়েছিল মাত্র একটি। তারপরও দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পেল না তারা। শেষ দুই ওভারে হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ফেলে গত বারের চ্যাম্পিয়নরা, এরমধ্যে ২০তম ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক করেন শরিফুল ইসলাম।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিছুটা খরুচেই।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নিলেন শরিফুল! একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে কুমিল্লা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৪৭ রান।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত