বিলাসবহুল ৪০৪টি গাড়ি নিয়ে এমভি লোটাস লিডার জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে

| আপডেট :  ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৪  | প্রকাশিত :  ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৪


বিলাসবহুল ৪০৪টি গাড়ি নিয়ে এমভি লোটাস লিডার জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে

সারাদেশ

মোংলা প্রতিনিধি


জাপান থেকে আমদানি করা ৪০৪টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডা’।

১৬ জানুয়ারি, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী ওই জাহাজটি। এরপর বিকাল থেকে গাড়ির খালাস কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

জাপান থেকে আমদানি করা জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো  সহ একাধিক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

জাহাজটির শিপিং এজেন্ট এনওয়াই কে এর কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দরে আসা বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা গাড়ি খালাস করে বন্দরের জেটিতে রাখা হবে। গাড়ি খালাস শেষে আগামী দিন জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

বিবার্তা/জাহিদ/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত