ব্যাংক ঋণে সুবিধা বাড়িয়ে নতুন আইন অনুমোদন

| আপডেট :  ০৬ এপ্রিল ২০২২, ০৪:২২  | প্রকাশিত :  ০৬ এপ্রিল ২০২২, ০৪:২২

অস্থাবর সম্পত্তিও ইক্যুইটি হিসেবে রেখে ব্যাংক ঋণ সুবিধার বিধান রেখে সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ব্যাংক থেকে যে সব ঋণ দেই তার বিপরীতে একটা ইক্যুইটি দিতে হয়। স্থাবর সম্পত্তি বা ক্যাপিটাল ইক্যুইপমেন্ট দেওয়া হয়। সেখানে নতুন আইনে অস্থাবর সম্পত্তিকে ইক্যুইটি হিসেবে নেওয়ার জন্য ব্যাংকিং ডিভিশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মানে এখন থেকে অস্থাবর সম্পত্তিও ইক্যুইটি হিসেবে নেওয়া যাবে।

তিনি বলেন, এরফলে এখন থেকে কারও যদি ফিক্সড ডিপোজিট থাকে সেটার অধীনেও ব্যাংক থেকে লোন নিতে পারবে, কারো স্বর্ণ থাকলে সেটার অধীনেও লোন নিতে পারবে কিংবা কৃষি ফার্ম থাকলে সেটা দেখিয়েও লোন নিতে পারবে। ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এই আইন করা হচ্ছে।

এছাড়াও বৈঠকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন-২০২২’, ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংশোধন আইন-২০২২’ ও ‘জাতীয় কর্মসংস্থান নীতি-২০২২’ এর খসড়ায় চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নতুন এই আইনে বলা হয়েছে, কোনও শিক্ষক চাকরিরত অবস্থায় মারা গেলে তার অপ্রাপ্ত বয়স্ক শিশুদের পড়াশোনার ব্যবস্থা করবে সরকার। সেই সঙ্গে তার পরিবারকে এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হবে।

তিনি জানান, এই ট্রাস্টের একটি তহবিল থাকবে। সেখানে শিক্ষকদের জন্য সরকার এবং শিক্ষকদের নিজেদের কিছু অর্থ জমা থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত