ব্রাহ্মণবাড়িয়ায় কলা চাষে শিক্ষার্থী আমীন মিয়ার অভাবনীয় সাফল্য

| আপডেট :  ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮  | প্রকাশিত :  ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮


ব্রাহ্মণবাড়িয়ায় কলা চাষে শিক্ষার্থী আমীন মিয়ার অভাবনীয় সাফল্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাণিজ্যিকভাবে কলার আবাদ করে সাড়া ফেলেছেন  শিক্ষার্থী আমীন মিয়া। পড়াশুনার পাশাপাশি স্বাবলম্বী হবার প্রবল ইচ্ছাশক্তিই তাকে এ কাজের অনুপ্রেরণা যোগায়। তার সফলতায় এখন অনেকেই বাগান স্থাপনে উৎসাহিত হচ্ছেন। কৃষি বিভাগ জানিয়েছে, উচ্চ ফলনশীল জাতের এই কলার আবাদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উচ্চ ফলনশীল জি-নাইন জাতের কলার আবাদ করে সাড়া ফেলেছেন শিক্ষার্থী আমীন মিয়া।

উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক নান্নু মিয়ার ছেলে মোঃ আল আমিন স্নাতক শ্রেণীর একজন শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাতে কলা আবাদের দিকে ঝুঁকে পড়েন তিনি।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে ৪০ হাজার টাকায় লিজ নেন ২ বিঘা জমি। তারপর টাঙ্গাইল থেকে উচ্চ ফলনশীল জি-নাইন জাতের প্রায় ৬শ কলার চাড়া সংগ্রহ করে আবাদ শুরু করেন। সবমিলে খরচ হয় প্রায় ১ লাখ টাকা। তরুণ এই চাষি জানালেন বর্তমানে তার বাগানে প্রায় ৪০০ কলার ছড়ি রয়েছে।

আগামী ২/১ মাসের মধ্যেই এগুলো বাজারজাত করা যাবে। বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন। প্রতি ছড়ি ৭০০/৮০০ টাকায় বিক্রি করতে পারবেন। এছাড়া বাগান থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ চারা বিক্রি করেছেন। সব খরচ বাদ দিলেও ২/৩ লাখ টাকা লাভ হবে বলে আশাবাদী। তার অভাবনীয় সাফল্যে এখন অনেকেই কলা চাষে আগ্রহী হচ্ছে।

তরুণ উদ্যোক্তা তৈরিতে কৃষি বিভাগের সহযোগিতার কথা জানান বিজয়নগরের উপসহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম।

উল্লেখ্য, বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নে প্রথমবারের মত প্রায় ৪ হেক্টর জমিতে জি-৯ জাতের কলার আবাদ হয়েছে।

বিবার্তা/নিয়ামুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত