ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা অভিযানে এস্কাভেটরের ব্যাটারি ও মোটরসাইকেল জব্দ

| আপডেট :  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২  | প্রকাশিত :  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২


ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা অভিযানে এস্কাভেটরের ব্যাটারি ও মোটরসাইকেল জব্দ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় খাস খতিয়ান এবং ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন।

৭ ফেব্রুয়ারি, বুধবার মধ্যরাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর ও ইছাপুরা ইউনিয়নের আড়িইয়াল এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সংঘবদ্ধ চক্র যন্ত্র ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। এসময় এই দুটি স্থান থেকে ৩টি এস্কাভেটর মেশিনের মোট ৬টি ব্যাটারি ও ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি বাইক জব্দ করা হয়। জব্দকৃত জিনিস বিজয়নগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ সার্বিক সহযোগিতা করেন।

বিবার্তা/নিয়ামুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত