ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া খারিজে দলিল রেজিস্ট্রি, দলিল লেখককে শোকজ

| আপডেট :  ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৫২  | প্রকাশিত :  ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৫২


ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া খারিজে দলিল রেজিস্ট্রি, দলিল লেখককে শোকজ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ভুয়া খারিজে জমি রেজিস্ট্রি করায়। দলিল লেখক আবু বক্করকে সাময়িক শোকজ করা হয়েছে।

৩০ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস আবু বক্করকে সাময়িক শোকজের সত্যতা স্বীকার করেন।

দলিল লেখক আবু বক্কর সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে ও সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক।

৩১ জানুয়ারি, বুধবার এক চিঠিতে বিষয়টি জানায় সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। চিঠিতে সই করেন উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস।

চিঠিতে দলিল রেজিস্ট্রির সময় ভুয়া- খারিজ দলিল দাখিল ও দলিল লেখার ফরম্যাটের ২০ নং কলাম অনুসরণ না করে দলিল রেজিস্ট্রি করণে সহায়তার জন্য অসদাচরণের অভিযোগে দলিল লেখক মো. আবু বক্করকে শোকজ করা হয়। এসময় আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগের জবাব দেওয়ার জন্য দলিল লেখক আবু বক্করকে নির্দেশ দেওয়া হয়।

দলিল লেখক আবু বক্করের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, শোকজের চিঠি আমি পেয়েছি। এসময় শোকজের জবাব দিবেন বলে তিনি জানান।

সরাইল দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ আলী আবদাল বলেন, গতকাল শুনেছি ভুয়া খারিজে দলিল রেজিস্ট্রি দায়ে একজন দলিল লেখককে শোকজ করেছে।

অফিসের তথ্য মতে জানা যায়, খাজনা বা খারিজের কাগজে কিউআর কোড থাকে তৎক্ষণাৎ যাচাই করার জন্য।

কিউআর কোড অনুসরণ করা হয়েছে কিনা এমন প্রশ্নে প্রতিনিধিকে সরাইল উপজেলা সাব রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস জানান, দলিল লেখক দলিলের পক্ষ হতে উপস্থাপন করে সেই কাগজ তৎক্ষণাৎ দেখে সিদ্ধান্ত নিয়ে দলিল করে। দলিলের খতিয়ান বলেন আর খাজনা বলেন, এটা আমার আইন অনুযায়ী যাচাই করার সুযোগ নাই, মানে আমার সাদা চোখে যতটুকু দেখি ততটুকু দেখে দলিল করি।

তিনি বলেন, ঐদিন যথারীতি দলিল দাখিল হইছে বায়না দলিলের উপযুক্ত স্ট্যাম্প ও ফি নিয়ে। ঐ’যে বায়না দলিলের দাতার নামে খাজনা ও খারিজ দেখে ঐ বায়নামা দলিলটি রেজিস্ট্রি করি। পরে আমি  জানতে পারলাম, ওই বায়না দলিলের খারিজটা ও কাগজপত্র নাকি ভুয়া। পরে আমি নিজে এসিল্যান্ড অফিস থেকে যাচাই করি। যাচাই করে আমিও জানতে পারি আসলে খাজনাটা বা খারিজ কাগজগুলো বানানো। যে পক্ষ বানাক এটা বানানো।

তিনি বলেন, ততপক্ষদয়কে খুঁজে পাওয়া আমার সুযোগ নাই। অফিসিয়াল আইনে দলিল লেখককে শোকজ করা হয়েছে।

বিবার্তা/আকঞ্জি/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত