ভারতীয় নাগরিকদের চলাফেরায় সতর্ক করল হাইকমিশন

| আপডেট :  ১৮ জুলাই ২০২৪, ০২:৪৭  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৪, ০২:৪৭


ভারতীয় নাগরিকদের চলাফেরায় সতর্ক করল হাইকমিশন

বিবার্তা ডেস্ক


বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।  

১৮ জুলাই, বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়।

ভারতীয় হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় সম্প্রদায় ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় ছাত্রদের চলাফেরা এড়াতে এবং বাসস্থানের বাইরে তাদের চলাচল কমাতে পরামর্শ দেওয়া হচ্ছে।  

কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতীয় হাইকমিশন, ঢাকা
+880-1937400591 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম
+880-1814654797 / +880-1814654799 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী
+880-1788148696 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

সহকারী ভারতীয় হাইকমিশন, সিলেট
+880-1313076411 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

ভারতের সহকারী হাইকমিশন, খুলনা
+880-1812817799 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত