ভারতের স্কোয়াডে ফিরছেন বুমরাহ, ছিটকে গেলেন রাহুল

| আপডেট :  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২  | প্রকাশিত :  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২


ভারতের স্কোয়াডে ফিরছেন বুমরাহ, ছিটকে গেলেন রাহুল

খেলা

স্পোর্টস ডেস্ক


এক ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিশ্চিত করেছে ভারত। তবে শেষ টেস্টটিও গুরুত্বের সঙ্গে নিচ্ছে রোহিত শর্মার দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে চলমান সিরিজের শেষ ম্যাচে ফিরছেন তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। তবে চোটের চিকিৎসায় লন্ডনে যাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল স্কোয়াড থেকে ছিটকে গেছেন।

২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘বিসিসিআইয়ের মেডিক্যাল দল রাহুলের বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। লন্ডনে যোগাযোগ চলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। যদি বাড়তি কোনো চিকিৎসা দরকার হয় সেটা রাহুলকে দেওয়া হবে।’

একইসঙ্গে রঞ্জি ট্রফিতে তামিলনাডুর হয়ে সেমিফাইনাল খেলতে পাঠানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। তাকে স্কোয়াডের বাইরে রাখার বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘ঘরোয়া প্রতিযোগিতা শেষ হলে ওয়াশিংটন পুনরায় ভারতের পঞ্চম টেস্টের স্কোয়াডে যুক্ত হতে পারেন, যদি প্রয়োজন হয়।’ আগামী ২-৬ মার্চ পর্যন্ত রঞ্জির সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে ‍ওয়াশিংটনের তামিলনাডু খেলবে মুম্বাইয়ের বিপক্ষে। এরপর ফাইনাল হবে ১০-১৪ মার্চ।

এদিকে, রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। তার বদলে অভিষেক হয়েছিল আকাশ দীপের। শেষ ম্যাচটিতে বুমরাহ একাদশে ফিরছেন-সেটি অনেকটাই নিশ্চিত। আর সেরকমটা হলে তাকে একাদশের বাইরে থাকতে হতে পারে। তবে রাঁচিতে মোহাম্মদ সিরাজের চেয়ে বল হাতে বেশি প্রভাব ছিল অভিষিক্ত আকাশের। তাই তাকে রেখে সিরাজকেও বসাতে পারে ম্যানেজমেন্ট। অথবা তিন পেসারও খেলাতে পারেন রোহিতরা, তেমনটা হলে কমে যাবে স্পিনারের সংখ্যা।

ইতোমধ্যে অনুষ্ঠিত চার টেস্টে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। পঞ্চম ও শেষ টেস্টে আগামী ৭ মার্চ ধর্মশালায় মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

ভারতের স্কোয়াড : রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শ্রীকর ভরত, দেবদূত পাদিক্কাল, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, আকাশ দীপ।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত