ভোটকেন্দ্রে সমর্থককে চড় মারলেন সাকিব

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১২  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১২


ভোটকেন্দ্রে সমর্থককে চড় মারলেন সাকিব

সারাদেশ

মাগুরা প্রতিনিধি


খেলার মাঠে সাকিব আল হাসানের মেজাজ হারানোর ঘটনা নতুন না হলেও ভোটের মাঠে তাকে বেশ শান্তই মনে হইয়েছিলো। কিন্তু এবার ধৈর্য হারালেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

৭ জানুয়ারি, রবিবার নির্বাচনের দিন সকালে ভোট দেয়ার পর কেন্দ্র পরিদর্শন করার সময় এমন ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব। দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

অবশ্য প্রচারের সময় সাকিবকে একবারও মেজাজ হারাতে দেখা যায়নি। বয়স্ক থেকে তরুণ- সবার সঙ্গেই সাকিব মিশে গেছেন বন্ধুর মতো। মাগুরার কৃষকদের থেকে শুরু করে ঘরে ঘরে সবার খোঁজ নেন। আশ্বাস দেন মাগুরাকে এগিয়ে নেয়ার। কিন্তু ভোটের দিন অনাকাঙ্ক্ষিতভাবে মেজাজ হারিয়ে বসলেন মাগুরার এই নৌকার মাঝি।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত