মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুমকি হুতির

| আপডেট :  ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩  | প্রকাশিত :  ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুমকি হুতির

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইয়েমেনের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলায় পাঁচজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। এই হামলার জবাবে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে বিদ্রোহী স্বশস্ত্র গোষ্ঠীটি।

১২ জানুয়ারি, শুক্রবার হামলার খবর নিশ্চিত করে হুতি কর্মকর্তা আব্দুল কাদের আল-মোর্তাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ জানিয়েছে, ইয়েমেনজুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদায়দাহ গভর্নরেট, সাদা ও ধামারে বেশ কয়েকটি হামলা হয়েছে। হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদায়াদাতে হামলা করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিক-নির্দেশনা বিভাগের উপ-প্রধান আব্দুল্লাহ বিন আমের বলেন, আমাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না।

শুক্রবার সকালে তিনি আল-জাজিরাকে বলেন, আত্মরক্ষা করার মতো সামর্থ্য ও বৈধতা আমাদের রয়েছে। লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও ব্রিটেনকেই নিতে হবে।

ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই ‘নির্লজ্জ আগ্রাসনের’ জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।

এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল-বুখাতি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ও ব্রিটেন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় এ যুদ্ধে ইয়েমেন বিজয়ী হবে। যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনের এই হুতি নেতা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজেদের উৎসর্গ করেছি। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে, এখন আমরা আরব ও মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছি।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত