ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত ১

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫০  | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫০


ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত ১

সারাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি


ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে মো. সামিউল সামি (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ আরাফাত হোসেন (১৮) নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে কলেজ রোড মীরবাড়ি রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সামি নগরীর মীরবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি কমিউনিটি সেন্টারের খণ্ডকালীন ওয়েটার ছিলেন।

ওসি মো. মাঈন উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জের ধরে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সামিসহ ৫-৭ জন দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সামিকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই খুনের মূল কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

ওসি বলেন, এ ঘটনায় আরাফাত হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া ঘটনার নেপথ্যে মাদক সম্পৃক্ততা বা অন্য কোনো বিষয় আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত