মাটির দেয়াল চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

| আপডেট :  ০৪ মে ২০২৪, ০৬:৪৮  | প্রকাশিত :  ০৪ মে ২০২৪, ০৬:৪৮


মাটির দেয়াল চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

সারাদেশ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর সাপাহারে মাটির দেয়াল চাপা পড়ে আব্দুল জলিল (৩৫) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৪ মে, শনিবার দুপুরে উপজেলার ভাগ পাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গেলে অসাবধানতাবশত দেয়াল চাপা পড়ে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল জলিল গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনরা জানান, এ দিন কাজের জন্য সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে সাত্তার আলির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যায় জলিল।

বাড়িওয়ালা জানান, মাটির বাড়িতে প্রায় দু ফুট ইট দিয়ে পাকা করার জন্য দেয়ালের গোড়ার কিছু মাটি কেটে সরানোর হচ্ছিল। হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই সেই দেয়ালটি ভেঙ্গে জলিলের শরীরের ওপরে পড়ে। এতে দেয়ালে চাপা পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত