মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা

| আপডেট :  ২৬ জুলাই ২০২৪, ০৮:৩২  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২৪, ০৮:৩২


মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকা না পেয়ে শেষ পর্যন্ত স্ত্রীকে হত্যা করেছে স্বামী।

২৬ জুলাই, শুক্রবার সকালে পৌর এলাকার পুনিয়াউটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হত্যাকাণ্ডের শিকার তানিয়া বেগম জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে কাঁঠালকান্দি গ্রামের রফিকুল ইসলাম ছোটন মিয়ার মেয়ে।

গত বছরের ১০ জানুয়ারি জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের শাহ আলম মিয়ার ছেলে ফারুক মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। এটি ফারুক ও তানিয়া দু’জনরেই দ্বিতীয় বিয়ে। ফারুক ও তানিয়া পুনিয়াউট এলাকার হাসিনাবাগে ভাড়া থাকতো। শুক্রবার সকালে ভাড়া বাসার বাথরুম থেকে তানিয়ার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফারুক মাদকসেবী। মাদকের টাকার জন্য সে প্রায়ই স্ত্রীকে মারধর করতো। শুক্রবার ভোরে মাদকের টাকার জন্য মারধর করে এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে ফারুক পালিয়ে যায়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা করে ফারুক পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিবার্তা/আকঞ্জি/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত