মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

| আপডেট :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮  | প্রকাশিত :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮


মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

রাজনীতি

বিবার্তা প্রতিবেদক


ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির কেন্দ্রীয় তিন নেতা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে গুলশানের মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির তিন নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বৈঠকের কথা শুনেছি। তবে, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানি না।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে। দূতাবাসের পক্ষে থেকে কিছু বিষয়ে জানতে চেয়েছে। সেইসব বিষয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ সহিংস ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত