মালবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ারের মৃত্যু

| আপডেট :  ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৮  | প্রকাশিত :  ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৮


মালবাহী ট্রেনের ধাক্কায় ইঞ্জিনিয়ারের মৃত্যু

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ধাক্কায় মো. আলী আশরাফ (৩২) নামের এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কসবার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর এলাকায় রেলপথের ওপর দিয়ে হাঁটার সময় এ ঘটনা ঘটে।

আলী আশরাফ কুমিল্লার দাউদকান্দির সুন্দরপুর এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, চকচন্দ্রপুর এলাকায় রেলপথ দিয়ে হাঁটার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে রেলপথের পশ্চিম পাশে পড়ে যান আলী আশরাফ। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম উদ্দিন খন্দকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিবার্তা/আকঞ্জি/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত