মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি অবৈধ প্রবাসী আটক

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৩  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৩


মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি অবৈধ প্রবাসী আটক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৮৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক করা হয়েছে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে একদিনে ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে ৮৫ জন বাংলাদেশি।

২৫ জানুয়ারি, বৃহস্পতিবার দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার এবং মালয় মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, বুধবার সেরেমবান এলাকায় স্থানীয় অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করেছে। আটকদের মধ্যে মিয়ানমারের ৬৪ জন, ইন্দোনেশিয়ার ১৩, বাংলাদেশের ১০, ভারতের ৬, পাকিস্তানের ৯, শ্রীলঙ্কার ৬ এবং নেপালে ২ জন নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন, নথিবিহীন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে। তারা মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ করেছেন।

এদিকে মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোহর প্রদেশের অভিবাসন বিভাগ সেনাইয়ের কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ জনকে আটক করেছে।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, অপারেশন মাহির নামের এই অভিযান বিদেশি অভিবাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে, যাদের বৈধ ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই।

তিনি বলেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছেন বলে তথ্য পাওয়ার পর বুধবার বিকেলে সেনাইয়ের খাদ্য কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত