মৃত্যু শূন্য ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৪

| আপডেট :  ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫  | প্রকাশিত :  ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫


মৃত্যু শূন্য ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৪

বিবার্তা প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।

২৬ জানুয়ারি, শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩৩৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬২৪ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৩২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৭ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৮৫।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছেন; তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত