মেয়র তাপসের গাড়িবহর আটকে দিলেন আন্দোলনকারীরা

| আপডেট :  ১০ জুলাই ২০২৪, ০৬:০১  | প্রকাশিত :  ১০ জুলাই ২০২৪, ০৬:০১


মেয়র তাপসের গাড়িবহর আটকে দিলেন আন্দোলনকারীরা

বিবার্তা প্রতিবেদক


সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে কঠোরভাবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর ফলে বেশিরভাগ স্থানে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ দিন সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গাড়িবহরও আটকে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

১০ জুলাই, বুধবার বেলা ১টার দিকে রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গমার্কেট এলাকায় মেয়র তাপসের গাড়িবহন আটকে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় মেয়রের গাড়িবহরে থাকা পুলিশ সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদের আটকে রাখেন। কিন্তু আন্দোলনকারীরা মেয়র তাপসের গাড়িবহর যেতে দেয়নি।

ঢাবির অমর একুশে হলের এক শিক্ষার্থী বলেন, আমরা চানখারপুল ও ফুলবাড়িয়া মোড়ে বেলা ১১টা থেকে বৈষম্যের বিরুদ্ধে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছি। দুপুরের দিকে মেয়র তাপসের গাড়ি এখানে এসে আটকে গেছে। আমরা তাদের অবরোধ ভেঙে পার হতে দেইনি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে ও চলবে।

ইতোমধ্যে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, সরকারের নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নির্ধারিত স্পটে। সড়কে যান চলাচল বন্ধ রেখে বসে বসে স্লোগান আর গান-কবিতায় মাতিয়ে রাখছেন আন্দোলনকারীরা।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত