মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তিতে যা আছে

| আপডেট :  ১১ আগস্ট ২০২১, ০১:২৭  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২১, ০১:২৭

বার্সেলোনা ছাড়ার পর লিওনেল মেসি পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। পিএসজি তাদের ওয়েবসাইটে এ চুক্তির তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মেসি বলেন, ‘পিএসজিতে আমার ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত’।

পিএসজিতে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলবেন। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় মেসিকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে পিএসজি।

বার্সেলোনার পর পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই) মেসির পেশাদার ফুটবল ক্যারিয়ারের দ্বিতীয় ক্লাব। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া মেসি মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়।

প্রথম চার বছর বয়সভিত্তিক ও যুব দল এবং শেষ ১৬ বছর মূল দলে খেলেছেন তিনি। আরও কয়েক বছর কাতালান ক্লাবটিতে খেলার ইচ্ছা থাকলেও লা লিগার আর্থিক বিধি ও ক্লাবের ঋণের বোঝার কারণে তার সঙ্গে নতুন চুক্তি করেনি বার্সা।

এই ক্লাবে খেলছেন নেইমার-এমবাপ্পেরা। মেসি তাই বলেছেন, ‘আমি জানি কেমন মেধাবি খেলোয়াড় ও স্টাফরা আছে এখানে। আমি তাদের সঙ্গে নিজেকে গড়ে তুলব। ক্লাব ও সমর্থকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। পার্ক দে প্রিন্সে খেলার জন্য মুখিয়ে আছি।’

পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি। যদিও ক্লাব তাকে ১০ নম্বর জার্সি দিতে চাইলেও তিনি রাজি হননি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত