মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় ফিশিং ট্রলারে আগুন

| আপডেট :  ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৯  | প্রকাশিত :  ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৯


মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় ফিশিং ট্রলারে আগুন

সারাদেশ

মোংলা প্রতিনিধি


বঙ্গোপসাগর সংলগ্ন মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় এফবি এসআরএল-২ নামক একটি ফিশিং ট্রলারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পাশে থাকা অন্য একটি ফিশিং ট্রলারে আশ্রয় নিয়ে জীবন রক্ষা পেয়েছে ৩৫ নাবিক।

সূত্র থেকে জানা যায়, ১৫ জানুয়ারি, সোমবার রাত সাড়ে ৩ ঘটিকার সময় ফেয়ারওয়ে এলাকায় সমুদ্রে মাছ আহরণে থাকা এফবি এসআরএল-২ নামক ফিশিং বোটে হঠাৎ আগুন ধরে যায়। এসময় জীবন রক্ষায় চিৎকার শুরু করে ট্রলারে থাকা ৩৫ নাবিক। কাছাকাছি এলাকায়  সাগরে মাছ আহরণে থাকা এফবি ব্লুনর্থ নামক অন্য একটি ফিশিং ট্রলার দ্রুত নাবিকদের তাদের ট্রলারে তুলে নেয়। এতে জীবন রক্ষা পায় বাংলাদেশি ওই ফিশিং ট্রলারের নাবিকরা।

সূত্রটি বলছে, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা শহিদ ফরিদ ওই নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ফিশিং বোটের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিবার্তা/জাহিদ/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত