মোংলা বন্দরে এক মাসে নোঙর করলো ৮ কন্টেইনারবাহী জাহাজ

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৮  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৮


মোংলা বন্দরে এক মাসে নোঙর করলো ৮ কন্টেইনারবাহী জাহাজ

অর্থ-বাণিজ্য

মোংলা প্রতিনিধি


করোনা পরবর্তী সময়ে প্রথম বারের মতো মোংলা বন্দর জেটিতে এক মাসে সর্বোচ্চ ৮ কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজ ভিড়েছে।  

২৯ এপ্রিল, সোমবার দুপুর ৩ টায় এমভি মার্কস পং নামক কন্টেইনারবাহি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি বন্দরের ৯ নম্বর  জেটিতে ভেড়ার মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসে সর্বোচ্চ ৮ টি জাহাজ ভিড়ে মোংলা বন্দরে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জামান মুন্সি জানান, করোনা পরবর্তী সময়ে মোংলা বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আগমন কমে গিয়েছিল। পদ্মা ব্রিজ চালু ও বন্দরে আধুনিক কন্টেনার ব্যবস্থা চালু করা এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় সকল ধরনের জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় চলতি মাসে কন্টেইনারবাহি ৮ টি জাহাজ ভিড়েছে বন্দরে।

বিবার্তা/জাহিদ/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত