যশোরে দুই মাদক কারবারির পাঁচ বছর কারাদণ্ড

| আপডেট :  ২৫ জুন ২০২৪, ০১:৪৭  | প্রকাশিত :  ২৫ জুন ২০২৪, ০১:৪৭


যশোরে দুই মাদক কারবারির পাঁচ বছর কারাদণ্ড

সারাদেশ

যশোর প্রতিনিধি


ইয়াবার আলাদা মামলায় দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

২৪ জুন, সোমবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার নুর ইসলাম ও বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের শাহা জামাল। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রেলগেট কালু কসাইয়ের দোকানের সামনে থেকে নুর ইসলামকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আমির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড আদেশ দিয়েছেন।

অপর দিকে, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানার পুলিশ ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শাহা জামালকে আটক করে। আটক শাহা জামালের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দুই আসামিই পলাতক রয়েছেন।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত