যুক্তরাষ্ট্রে বাল্টিমোর সেতু ভাঙার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

| আপডেট :  ২৮ মার্চ ২০২৪, ০৩:২৩  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২৪, ০৩:২৩


যুক্তরাষ্ট্রে বাল্টিমোর সেতু ভাঙার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাটাপস্কো নদীতে সেতু ধসের পর পানির প্রায় ২৫ ফুট নিচে ডুবে যাওয়া একটি ট্রাক থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা দুজনই নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নিহতরা হলেন- আলেজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তেস (৩৫) এবং ডোরিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাব্রেরা (২৬)। কার্গো জাহাজের ধাক্কায় সেতুটি ধসে পড়ার সময় তারা একটি ট্রাকের মধ্যে ছিলেন।

কর্তৃপক্ষের ধারণা, বেশকিছু যানবহন সেতুর ধ্বংসাবশেষের নিচে আটকে আছে। সেগুলো সরানো হলে ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আবারও অভিযান শুরু করবে।

এর আগে মঙ্গলবার বাল্টিমোর শহরের কাছে কন্টেইনারবাহী একটি জাহাজ ফ্রান্সিস স্কট কি সেতুতে আঘাত করলে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে। ওই ঘটনায় সেসময় বহু যানবাহন পাটাপস্কো নদীতে পড়ে যায়।

জাহাজটি যখন সেতুতে ধাক্কা দেয়, তখন সেখানে আটজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন, তারা সবাই তখন পানিতে তলিয়ে গিয়েছিলেন। ঘটনার দিন দুইজনকে উদ্ধার করা হয় এবং বাকিদের সন্ধান চলতে থাকে। যদিও উদ্ধারকর্মীদের আশঙ্কা তারা পানিতে ডুবে মারা গেছেন।

বিবার্তা/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত