রদ্রিগেজরা ‘ক্ষুধার্ত’, বললেন কলম্বিয়া কোচ

| আপডেট :  ১৪ জুলাই ২০২৪, ১১:৪৭  | প্রকাশিত :  ১৪ জুলাই ২০২৪, ১১:৪৭


রদ্রিগেজরা ‘ক্ষুধার্ত’, বললেন কলম্বিয়া কোচ

স্পোর্টস ডেস্ক


কোপা আমেরিকায় এবার শুরুতে ফেভারিটের তালিকায়  না থেকেও  দারুণ খেলে ফাইনালে পৌঁছে গেছে কলম্বিয়া।  তবে  তারাও দ্বিতীয় শিরোপা  জিততে মরিয়া। কলম্বিয়াকে ফাইনালে তুলে সংবাদ সম্মেলনে  দলটির কোচ নেস্টর লরেঞ্জো দাবি করেছেন, ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা, তবে তার শিষ্যরাও হয়ে আছে ‘ক্ষুধার্ত’।

১৫ জুলাই, সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার  মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া।

টানা ২৮ ম্যাচে অপরাজিত  কলম্বিয়া  কোচ লরেঞ্জো বলেন , ‘আমরা এমন একটা দল যারা নায়ক হতে চায়, যারা কিছু জিততে চায়। আমরা এখনও খুশি নই। এ দলটি বেশ ক্ষুধার্ত। কিন্তু আর্জেন্টিনাকে হারাতে আপনাকে সেরা হতে হবে এবং প্রতিটি খেলোয়াড়কে কয়েকগুণ করে দিতে হব এখন আর উল্লাস এবং উচ্ছৃঙ্খল ভক্ত নেই। আমরা প্রতিনিয়ত বড় আসরের ফাইনালে পৌঁছাতে চাই এবং ভক্তদের বেশি সময় অপেক্ষা করাতে চাই না। কিন্তু সেরা অবস্থানে থাকাটা সহজ নয়। এ দলের দারুণ ভবিষ্যৎ রয়েছে। আমি আশা করছি ভবিষ্যতে তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তাদের ফাইনালে দেখে চমকিত হবে না।’

বিবার্তা/জেআর/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত