রাজতন্ত্রের সমালোচনার দায়ে থাই নাগরিকের ৫০ বছরের কারাদণ্ড

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪  | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪


রাজতন্ত্রের সমালোচনার দায়ে থাই নাগরিকের ৫০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক


থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় এক নাগরিককে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ রায় দেয় দেশটির আদালত। থাইল্যান্ডের কঠোর রাজতন্ত্র অবমাননা আইনে এ যাবতকালের মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ মেয়াদের সাজা।

১৯ জানুযারি, শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তিন বছর আগে রাজতন্ত্রের সমালোচনা করে ফেসবুক পোস্টের জন্য ৩০ বছর বয়সী মংকোল থিরাকোটকে মূলত ২৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আপিল আবেদনের শুনানিতে আরও ১১টি মামলায় থিরাকোটকে দোষী সাব্যস্ত করে এবং আগের সাজার সঙ্গে অতিরিক্ত ২২ বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত।

গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে থাইল্যান্ড এ বিতর্কিত আইনের ব্যবহার বাড়ানোর মধ্যে এ মামলার বেশ কয়েক বছর পর রেকর্ড ভঙ্গ করা এ সাজা দেওয়া হলো।

এদিকে আদালতের এই রায়ের সমালোচনা করে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী বলছেন, এটি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ থামিয়ে দেওয়ার একটি কৌশল।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত