রাজধানীতে চালক-হেলপারের সহায়তায় ছিনতাই করে ‘বমি পার্টি’

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১২  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১২


রাজধানীতে চালক-হেলপারের সহায়তায় ছিনতাই করে ‘বমি পার্টি’

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর বিভিন্ন গণপরিবহনে যাত্রী বেশে বাসে উঠত ‘বমি পার্টি’ নামে একটি ছিনতাইকারী চক্র। বাসে টার্গেট করা যাত্রীর শরীরে বমি করে কৌশলে টাকা, মোবাইল ফোন হাতিয়ে নিত চক্রের সদস্যরা। ওই চক্রের সঙ্গে কিছু গাড়িচালক ও হেলপার জড়িত। ছিনতাইয়ের ভাগ যেত তাদের পকেটেও।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

এর আগে, গত শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে থেকে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলো,সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)। তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ওই চক্রের সদস্যরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপে মোট পাঁচজন রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করতো। এরপর টার্গেট করতো নির্দিষ্ট একজনকে। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরতো। একজন তার ওপর বমি করে দিতো। ওই ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করলে বাকি দুইজন কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল ফোন হাতিয়ে নিতো। কেউ তাদের একজনকে দেখে ফেললে বা ধরে ফেললে, বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করে পালিয়ে যেতো। কেউ ধরা পড়লে ছুরির ভয় দেখিয়ে পালিয়ে যেতো বাকি সদস্যরা।

তারা নিয়মিত ছিনতাই করতো উল্লেখ করে ওসি বলেন, বেশ কিছু বাস চালক ও হেলপার তাদের চেনে। এসব চালক ও হেলপার তাদের সহযোগিতা করতো এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দিতো। বিনিময়ে বাসচালক-হেলপারকেও নির্দিষ্ট একটি ভাগ দিতো ওই ছিনতাইকারীরা।

ওসি আরও বলেন, শুক্রবার একই কায়দায় একটি বাসে ওঠে ওই বমি পার্টির সদস্যরা। তাদের একজন এ সময় এক যাত্রীর মাথায় বমি করে দেয়। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি দেখে ফেললে উল্টো তাকেই ছিনতাইকারী বলে মারতে থাকে। পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে এলে ওই তিনজন পালিয়ে যায়। এ সময় ধরা পড়ে সুমন ও আবুল হোসেন।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত