রাজধানীতে সুন্নতে খতনা করাতে গিয়ে আবারও শিশুর মৃত্যু

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭


রাজধানীতে সুন্নতে খতনা করাতে গিয়ে আবারও শিশুর মৃত্যু

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া দেয়ার পর আর ঘুম ভাঙেনি শিশটির। এবার মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এমন ঘটনা ঘটেছে।

মৃত শিশু আহনাফ তাহমিন আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে পড়তো।

শিশু আয়হামকে সুন্নতে খতনা করাতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভর্তি করা হয় মালিবাগে অবস্থিত জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেককাপ সেন্টারে। সেখানে ঘণ্টা খানেকের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

আয়হামের বাবা ফখরুল আলম বলেন, “অ্যানেস্থেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির।”

তার অভিযোগ, “এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তপক্ষ সবারই।”

সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা ফখরুল ও মা খায়কুন নাহার চুমকি। বাবা ফখরুল কান্নায় ভেঙে পড়ে বলেন, “বারবার বলেছি। আমার ছেলেকে যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেয়া হয়।”

এদিকে ঘটনার পরই পালিয়ে গেছেন অভিযুক্ত ডা. এস এম মুক্তাদির (অর্থোপেডিক ও ট্রমা সার্জন), যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সংযুক্ত বলে জানা গেছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সুমন হোসেন রাত ১টার দিকে জানান, এ বিষয়ে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। খবর পেয়ে মেডিকেল সেন্টারটিতে গিয়ে শিশু মৃত্যুর সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে সেন্টারটির দুই চিকিৎসককে থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে টানা ৮ দিন লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত